WBPSC Food SI Practice Set 103 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১০৩, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 103 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১০৩ (WBPSC Food SI Practice Set 103)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 103

১) নিচের অস্ত্র গুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার আমলে ব্যবহৃত হতো না?

[A] কুড়ুল

[B] তরোয়াল

[C] বশা

[D] ছোরা

Answer – তরোয়াল

২) কলিঙ্গ রাজ্যে পদাতিক সৈন্য সংখ্যা ছিল-

[A] এিশ হাজার

[B] দশ হাজার

[C] পঁচাওর হাজার

[D] ষাট হাজার

Answer – ষাট হাজার

৩) মেগাস্থিনিস কার রাজদূত ছিলেন?

[A] দারিয়াস 

[B] দাহির

[C] সেলুকাস নিকেটার

[D] আলেকজান্ডার

Answer – সেলুকাস নিকেটার

৪) কৌটিল্য কোথা থেকে মগধে এসে চন্দ্রগুপ্তের মন্ত্রী হয়েছিলেন?

[A] পাটলিপুত্র

[B] তক্ষশীলা

[C] বারানসী

[D] শ্রীনগর

Answer – তক্ষশীলা

৫) গ্রীকবীর আলেকজান্ডারের নামের সাথে গ্রীসের কোন অঞ্চলের নামও বিখ্যাত হয়ে আছে?

[A] এথেন্স

[B] মাসীডোনিয়া

[C] স্পাটা 

[D] কাথেজ  

Answer – মাসীডোনিয়া

WBPSC Food SI Practice Set 103

৬) মৌর্য যুগে ভারতে বৌদ্ধ ধর্মের প্রাধান্য ছিল। এর পরবর্তী যুগে কোন বংশের রাজত্বকালে ব্রাহ্মণধর্মের পুনরুত্থান ঘটে?  

[A] পুষ্যভূতি

[B] কুষাণ

[C] পাল

[D] শুঙ্গ

Answer – শুঙ্গ

৭) পাল বংশের রাজত্বকালে দুটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। কোথায় কোথায়?

[A] বিক্রমশিলা, সোমপুর

[B] বিক্রমশিলা, নালন্দা

[C] নালন্দা, সোমপুর

[D] নবদ্বীপ, গৌড়

Answer – বিক্রমশিলা, সোমপুর

৮) নিচের কোনটি পাল যুগের সন্ধ্যাকর নন্দীর একটি রচনা?

[A] রামচরিত

[B] ন্যায়কন্দলি

[C] দানসাগর

[D] প্রিয়দর্শিকা

Answer – রামচরিত

৯) সেন বংশের শাসনকালে ‘পবনদূত’ রচিত হয়। তার নাম কি?

[A] গোবর্ধন ধোয়ী  

[B] জুয়দেব

[C] বল্লাল সেন

[D] ধোয়ী  

Answer – ধোয়ী  

WBPSC Food SI Practice Set 103

১০) খৃস্টীয় ৯ম থেকে ১২শ শতক পর্যন্ত কোন বংশ আজমির ও দিল্লি অঞ্চলে প্রতিপত্তির সঙ্গে রাজত্ব করেছিল ও মুসলমান আক্রমণ প্রতিরোধে সচেষ্ট ছিল? 

[A] চৌহান বংশ

[B] শাহী বংশ

[C] পুষ্যভূতি বংশ

[D] সুঙ্গ বংশ

Answer – চৌহান বংশ

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) কোন রাজা সুলতান মাহমুদের ভারত আক্রমণের সময় পরাজিত হন এবং পরাজয়ের গ্লানি ভুলবার জন্য শেষ পর্যন্ত আত্মহত্যা করেন?

[A] পৃথ্বীরাজ চৌহান

[B] জয়পাল

[C] সুবক্তিগিনি

[D] আনন্দ পাল

Answer – আনন্দ পাল

১২) বাহমনীবংশ কে প্রতিষ্ঠা করেন?

[A] খিজির খাঁ

[B] ফিরজ শাহ

[C] সুবক্তিগিনি

[D] আলাউদ্দিন বাহমনী শাহ

Answer – আলাউদ্দিন বাহমনী শাহ

১৩) ‘তিনি ছিলেন বিচক্ষণা, ন্যায়পরায়ণ, দয়াবতী, প্রজাহিতৈষিণী, বিদুষী, সময়কুশলা,ও রাজোচিত  গুনসম্পন্ন। কার সম্বন্ধে এ কথা ঐতিহাসিক মিনহাজ-উস-সিরাজ বলেছিলেন?

[A] চাদবিবি

[B] ঝাসির রানী লক্ষ্মীবাঈ

[C] নুরজাহান

[D] রাজিয়া সুলতান

Answer – রাজিয়া সুলতান

১৪) ব্রহ্মজিৎ গৌড় কে ছিলেন?

[A] শেরশাহের হিন্দু সেনাপতি

[B] আকবরের সভাসদ 

[C] সমুদ্রগুপ্তের প্রধানমন্ত্রী

[D] গৌড়ের রাজা

Answer – শেরশাহের হিন্দু সেনাপতি

১৫) শাসনকের রাজধানী কোথায় ছিল?

[A] কর্ণসুবর্ণ

[B] মুর্শিদাবাদ

[C] রাজগৃহ

[D] বিষ্ণুপুর

Answer – কর্ণসুবর্ণ

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here