WBPSC Food SI Practice Set 123 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১২৩, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 123 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১২৩ (WBPSC Food SI Practice Set 123)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 123

১) নিচের কে অভিধান রচনার জন্য সুপরিচিত?

[A] বানভট্ট

[B] পানিনি

[C] অশ্বঘোষ

[D] অমর সিংহ

Answer -অমর সিংহ

২) অষ্টাধ্যায়ী কার রচনা?

[A] পানিনি

[B] বিষ শর্মা

[C] চরক

[D] আর্যভট্ট

Answer -পানিনি 

৩) ১৬ টি মহাজনপদের নামের উল্লেখ কোথায় আছে?

[A] অর্থশাস্ত্র

[B] হর্ষচরিত

[C] অঙ্গুওরনিকয়

[D] ইন্ডিকা

Answer -অঙ্গুওরনিকয়

৪) নিচের কোনটি হর্ষবর্ধনের রচনা?

[A] কদম্বরি

[B] রত্নাবলী

[C] রঘুবংশ

[D] হর্ষচরিত

Answer -রত্নাবলী

WBPSC Food SI Practice Set 123

৫) নিচের কে যোগসূত্র লিখেছিলেন?

[A] পতঞ্জলি

[B] পানিনি

[C] মনু

[D] বিশ্বামিত্র

Answer -পতঞ্জলি

৬) প্রার্থনা ও বলি অনুষ্ঠান সম্পর্কে লেখা প্রাচীন ভারতীয় গ্রন্থ নিচের কোনটি?

[A] অমরকোষ

[B] সমবেদ

[C] ব্রাক্ষন

[D] অরণ্যক

Answer -ব্রাক্ষন

৭) কিংবা কি ধরনের অব্যয়?

(a) পদাম্বয়ী

(b) সমুচ্চয়ী

(c) ধন্যাত্মক

(d) অনন্বয়ী

Answer – সমুচ্চয়ী

৮) মোচন শব্দটির পদান্তর কি ?

(a) মুক্ত

(b) মোজনীয়

(c) মোচিত

(d) মোচনীয়তা

Answer – মুক্ত

৯) গবর্ণ উচ্চারণের জিহ্বামূল  __ স্পর্শ করে ?

(a) কন্ঠ

(b) দন্ত

(c) তালু

Answer – কন্ঠ

১০) একটি পূরণবাচক শব্দ হলো?

(a) ১৯

(b) উনিশ

(c) এয়োদশ

(d) সাতাশ

Answer – এয়োদশ

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) প্রবচনটির সঠিক অর্থ লেখ : শিমুল ফুল

(a) রূপবান অথচ গুনহীন

(b) গুরুত্বপূর্ণ বন্ধু

(c) যে কাজে ফাঁকি দেয়

(d) যে অন্যের ব্যাপারে নাক গলায়

Answer – রূপবান অথচ গুনহীন

১২) প্রবচনটির সঠিক অর্থ লেখ : যদিষ্ট্ংতল্লিখিতম –

(a) যথাযথ উল্লেখ করা

(b) অপ্রয়োজনে উল্লেখ করা

(c) হুবহু নকল করা

(d) কোন বস্তু দেখামাত্র প্রলোভন তৈরি হওয়া।

Answer – হুবহু নকল করা

১৩) প্রবচনটি সঠিক অর্থ লেখ: ভূতের বাপের শ্রাদ্ধ –

(a) অভিজাতপরিবারের অনুষ্ঠান

(b) অধিক খরচ সাপেক্ষ

(c) কম খরচে কাজ সারা

(d) বিশৃংখল অবস্থা

Answer – বিশৃংখল অবস্থা

১৪) শব্দটির সঠিক অর্থ কোনটি: ভৃগু –

(a) পন্ডিত ব্যক্তি

(b) পর্বতের শিখর

(c) সঠিক উপদেশ

(d) ফুলহীন বৃক্ষ

Answer – পর্বতের শিখর

WBPSC Food SI Practice Set 123

১৫) শব্দটির সঠিক অর্থ কোনটি: হকিকত-

(a) সঠিক বিবরণ

(b) সত্য ভাষণ

(c) নিজ অধিকার

(d) পৈত্রিক সম্পত্তি

Answer – সঠিক বিবরণ

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here