WBPSC Food SI Practice Set 126 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১২৬, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 126 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১২৬ (WBPSC Food SI Practice Set 126)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 126

১) রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন ?

Answer – সরদার বল্লভ ভাই প্যাটেল

২) কে ভারতের সংবিধান কে সংবিধানের আত্মা বলে আখ্যা করেছেন ?

Answer – ঠাকুরদাস ভার্গব

৩) সংবিধানের কোন ধারায় মৌলিক অধিকার বর্ণিত আছে ?

Answer – তৃতীয় অধ্যায়

৪) ভারত সরকারের যাবতীয় ক্ষমতার উৎস কোনটি?

Answer – সংবিধান

৫) ভারতের রাষ্ট্র ব্যবস্থা কিরূপ?

Answer – গণতান্ত্রিক

৬) ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে?

Answer – সুকুমার সেন

WBPSC Food SI Practice Set 126

৭) বর্তমানে ভারতের সংবিধানে ভোটাধিকারদের ন্যূনতম বয়স কত?

Answer – ১৮ বছর

৮) ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আইডেন্টি কার্ড বলে কে অভিহিত করেছেন ?

Answer – নানাভয় পালকিওয়ালা

৯) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

Answer – লর্ড মাউন্টব্যাটেন

১০) মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?

Answer – আমেরিকা যুক্তরাষ্ট্র

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) ভারতের সংবিধানের খরসা কমিটি কবে গঠিত হয় ?

Answer – ১৯৪৭ সালের ২৯ আগস্ট

১২) পশ্চিমবঙ্গের কোথায় প্রথম বন্দর গড়ে ওঠে?

Answer – তাম্রলিপ্ত

১৩) হাঙ্গর থেকে তৈল প্রস্তুতির কারখানা কোথায় অবস্থিত?

Answer – জুনপুট

১৪) পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কি?

Answer – চিনামাটি

১৫) পশ্চিমবঙ্গের কোথায় কোয়ার্টাজাইট পাওয়া যায়?

Answer – দার্জিলিং

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here