WBPSC Food SI Practice Set 129 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১২৯ (WBPSC Food SI Practice Set 129)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 129
১) কোন মামলার সুপ্রিম কোর্ট রায় দেয়, যে “প্রস্তাবনা” হল ভারতের সংবিধানের একটা অংশ?
Answer – কেশব আনন্দ ভারতী মামলা
২) গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন ?
Answer – সচিদানন্দ সিনহা
৩) কোন দেশের সংবিধানকে “আইনজীবীদের স্বর্গরাজ্য” বলা হয় ?
Answer – ভারত
WBPSC Food SI Practice Set 129
৪) ভারতীয় সংবিধানের দর্শন কাঠামোকে সংবিধান পরিষদের অবতারণা করেন ?
Answer – জহরলাল নেহেরু
৫) কোন দেশের সবচেয়ে বড় ও লিখিত সংবিধান রয়েছে ?
Answer – ভারত
৬) ভারতের সংবিধানের খসড়া রচনায় কত দিন সময় লেগেছিল ?
Answer – ১১৪ দিন
৭) দুর্গাপুর লৌহ- ইস্পাত কেন্দ্র কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে ?
Answer – গ্রেট ব্রিটেন
৮) বাংলার অক্সফোর্ড কোন স্থানকে বলা হয় ?
Answer – নবদ্বীপকে
৯) শাল গাছ হল একটি –
Answer – পর্ণমোচী গাছ
১০) পূর্ব কলকাতার কোন জলাভূমি কে নিম্নলিখিত আখ্যা দেওয়া হয়েছে?
Answer – রামসার স্থান
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) পশ্চিমবঙ্গের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোথায় কার্যকরী হয়েছে?
Answer – ফলতা
১২) পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় ?
Answer – শিলিগুড়ি কে
১৩) নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর অবদি গঙ্গা নদীর নাম কি ?
Answer – হুগলি
১৪) পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত?
Answer – রেল জংশন
WBPSC Food SI Practice Set 129
১৫) বালুরঘাট কোন জেলার সদর ?
Answer – দক্ষিণ দিনাজপুর
সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here