WBPSC Food SI Practice Set 131 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৩১ (WBPSC Food SI Practice Set 131)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 131
১) গান্ধার শিল্পী শৈল কার সাথে যুক্ত?
[A] দ্বিতীয় পুলকেশী
[B] হর্ষবর্ধন
[C] কনিষ্ক
[D] উপরের কোনোটিই নয়
Answer- কনিষ্ক
২) বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলে শব্দের বেগ —
[A] বৃদ্ধি পায়
[B] অপরিবর্তিত থাকে
[C] হ্রাস পায়
[D] কোন প্রভাব নেই
Answer- বৃদ্ধি পায়
৩) কস্টিক সোডা দ্রবণে ফেরাস লবণ যোগ করলে কী ধরনের অধঃক্ষেপ পাওয়া যাবে?
[A] বাদামি
[B] হালকা নীল
[C] সাদা
[D] হালকা সবুজ
Answer- হালকা সবুজ
WBPSC Food SI Practice Set 131
৪) ডুবুরিরা অক্সিজেনের সিলিন্ডারে মিশ্রণ হিসেবে কোন গ্যাস ব্যবহার করেন?
[A] Ar
[B] Ne
[C] He
[D] Kr
Answer- He
৫) নিচের কোন মাধ্যমে শব্দের বেগ সবচেযে বেশি?
[A] গ্লিসারিন
[B] কঠিন
[C] আর্দ্রবায়ু
[D] জল
Answer- আর্দ্রবায়ু
৬) নিম্নলিখিত নদী গুলির মধ্যে কোনটি পশ্চিমে প্রবাহিত?
[A] হানদী
[B] নর্মদা
[C] কৃষ্ণা
[D] গোদাবরীম
Answer- নর্মদা
৭) নীচের কোণটি থাইল্যান্ডের মুদ্রা?
[A] ইউয়ান
[B] রিঙ্গিত
[C] বাত
[D] রুপি
Answer- বাত
৮) মাস্টারদা নামে কে পরিচিত?
[A] সূর্যসেন
[B] পুলিন বিহারি ঘোষ
[C] যতীন্দ্রনাথ ব্যানার্জি
[D] রাসবিহারী ঘোষ
Answer- সূর্যসেন
৯) নির্দিষ্ট কম্পাঙ্কের কতগুলো সাজানো সুরকে বলে —
[A] স্বরগাম
[B] হারমোনি
[C] সলো
[D] মেলোডি
Answer- স্বরগাম
১০) সোডিয়াম অ্যামালগাম (Na-Hg) এর সঙ্গে জলের বিক্রিয়ায় নিচের কোন গ্যাস উৎপন্ন হয়?
[A] NH3
[B] O2
[C] Hg
[D] H2
Answer- H2
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসটি তেজস্ক্রিয় মৌল?
[A] Xe
[B] Kr
[C] Rn
[D] Ar
Answer- Rn
১২) বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল?
[A] অমরাবতী শিল্পশৈলীতে
[B] মথুরা শিল্পশৈলীতে
[C] গান্ধার শিল্পশৈলীতে
[D] সারনাথ শিল্পশৈলীতে
Answer- গান্ধার শিল্পশৈলীতে
১৩) ভারত ও মায়ানমারের মধ্যে ____ পর্বতশ্রেণী অবস্থান করছে?
[A] খাসি
[B] লুসাই
[C] তুরা
[D] নামচা বারোয়া
Answer- লুসাই
WBPSC Food SI Practice Set 131
১৪) ব্রিটিশ সরকার দ্বারা বাংলা ভাগ হয়েছিল?
[A] 1910
[B] 1971
[C] 1911
[D] 1941
Answer- 1911
১৫) ক্ষার ধাতুগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে কী ধরনের ক্ষার উৎপন্ন করে?
[A] শক্তিশালী
[B] মধ্যমমানের
[C] মৃদু
[D] কোনটি নয়
Answer- শক্তিশালী
সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here