WBPSC Food SI Practice Set 14 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৪ (WBPSC Food SI Practice Set 14)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WBPSC Food SI Practice Set 14
১) কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল প্রথম সাঁতরে পার করেন ?
[A] অনিতা সুদ
[B] আরতী সাহা
[C] বুলা চৌধুরী
[D] বিজয়া জৈন
Answer – আরতী সাহা
২) পাকিস্থানের প্রধান মন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি ?
[A] মুসলিম লীগ
[B] পাক সরজমিন পার্টি
[C] তহরিক ইনসাফ
[D] পাকিস্থান পিপিলস
Answer – তহরিক ইনসাফ
৩) নীচের কোন নাম টি নর্মদা বাঁচাও অভিযান এর সাথে যুক্ত ?
[A] মেধা পাটেকর
[B] বাবা আমেত
[C] অরুন্ধুতি রায়
[D] গুলজারিলাল নন্দ
Answer – মেধা পাটেকর
৪) কালপেঁচা কার ছদ্ম নাম ?
[A] সুকান্ত ভট্টাচার্য
[B] সুজয় গোস্বামী
[C] শীর্ষেন্দু মুখোপাধ্যায়
[D] বিনয় ঘোষ
Answer – বিনয় ঘোষ
৫) হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত ?
[A] সার বিহীন ভাবে গাছ উৎপাদন
[B] মাটি ছাড়া গাছ উৎপাদন
[C] জল ছাড়া গাছ উৎপাদন
[D] বিনা কীটনাশকে কৃষিকার্য পরিচালনা
Answer – মাটি ছাড়া গাছ উৎপাদন
৬) কোন ভারতীয় প্রথম অস্কার পুরস্কার পান ?
[A] ভানু আথাইয়া
[B] সত্যজিৎ রায়
[C] এ আর রাহেমান
[D] গুলজার
Answer – ভানু আথাইয়া
WBPSC Food SI Practice Set 14
৭) দ্বিতীয় হুগলী সেতুর নাম কি ?
[A] রবীন্দ্র সেতু
[B] বিবেকানন্দ সেতু
[C] বিদ্যাসাগর সেতু
[D] কোনটাই নয়
Answer – বিদ্যাসাগর সেতু
৮) নীচের মধ্যে কে আসাদ ছদ্মনামে উর্দু গজল লিখতেন ?
[A] ফারাজ আহমেদ
[B] তাকি মীর
[C] ফায়জ আহমেদ
[D] মির্জা গালিব
Answer – মির্জা গালিব
৯) দাস বংশের প্রতিষ্ঠাতা কে ?
[A] কুতুবউদ্দিন আইবক
[B] ইলতুতমিস
[C] কায়কোবাদ
[D] কোনটাই নয়
Answer – কুতুবউদ্দিন আইবক
১০) ভারতীয় জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন ?
[A] তিন গারির নাইরে
[B] পিঙ্গালি ভেঙ্কাইয়া
[C] ভেঙ্কাইয়া নাইডু
[D] ভেঙ্কট নাইরু
Answer – পিঙ্গালি ভেঙ্কাইয়া
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?
[A] ১৮২৫
[B] ১৮১৯
[C] ১৮৫০
[D] ১৮১৭
Answer – ১৮১৭
১২) পৃথিবীর ওপরে কঠিন আবারন কে কি বলে ?
[A] ওজোন স্তর
[B] বায়ুমণ্ডল
[C] কেন্দ্রমণ্ডল
[D] ভূ- ত্বক
Answer – ভূ- ত্বক
WBPSC Food SI Practice Set 14
১৩) মন্টেভিডিও কোন দেশের রাজধানী ?
[A] ভেনেজুয়েলা
[B] উরুগুয়ে
[C] পেরু
[D] ভিয়েতনাম
Answer – উরুগুয়ে
১৪) পশ্চিমবঙ্গের কোন কোন অরণ্যে গণ্ডার সংরক্ষণ করা হয় ?
[A] গোরুমারা ও সিঞ্ছল
[B] গোরুমারা ও মহানন্দা
[C] জলদাপারা ও গোরুমারা
[D] কাঞ্চনজঙ্গা ও জলদাপারা
Answer – জলদাপারা ও গোরুমারা
১৫) বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঘুড়ি মিউজিয়াম কোথায় অবস্থিত ?
[A] আসম
[B] গুজরাট
[C] পর্তুগাল
[D] তুরস্ক
Answer – গুজরাট
নতুন চাকরির খবর – Click Here