WBPSC Food SI Practice Set 151 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৫১ (WBPSC Food SI Practice Set 151)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 151
১) ‘মধুমেহ বা ডায়াবেটিস রোগটি মানব শরীরের কোন প্রত্যঙ্গে প্রভাব বিস্তার করে ?
[A] প্যাংক্রিয়াস
[B] মস্তিষ্ক
[C] হৃদপিণ্ড
[D] থাইরয়েড
Answer – প্যাংক্রিয়াস
২) ‘ডিপথেরিয়া রোগের প্রভাব শরীরের কোন অংশে পড়ে ?
[A] স্নায়ুতন্ত্র
[B] মস্তিষ্ক
[C] পাকস্থলী
[D] শ্বাসনালী
Answer – শ্বাসনালী
৩) মেনিনজাইটিস’ রোগটি শরীরের কোন অংশকে ক্ষতিগ্রস্ত করে ?
[A] হৃদপিণ্ড
[B] সুষুম্নাকান্ড এবং মস্তিষ্ক
[C] প্লীহা
[D] ফুসফুস
Answer -সুষুম্নাকান্ড এবং মস্তিষ্ক
৪) “ গলগন্ড রোগের প্রভাব শরীরের কোন অংশে প্রভাব বিস্তার করে ?
[A] দাঁত
[B] চোখ
[C] থাইরয়েড গ্রন্থি
[D] স্নায়ুতন্ত্র
Answer – থাইরয়েড গ্রন্থি
WBPSC Food SI Practice Set 151
৫) নিউমোনিয়া শরীরের কোন অংশকে প্রভাবিত করে ?
[A] গলা
[B] দাঁত
[C] ফুসফুস
[D] চোখ
Answer – ফুসফুস
৬) পায়রারিয়া মানব শরীরের কোন অংশের রোগ ?
[A] মাড়ি
[B] শ্বাসনালী
[C] মজ্জা
[D] যকৃত
Answer – মাড়ি
৭) রিউমাটিসম বা গিট বাত শরীরের কোন অংশকে প্রভাবিত করে ?
[A] সুষুম্নাকাণ্ড
[B] যকৃত
[C] স্নায়ুতন্ত্র
[D] হাড়- এর জোড়া
Answer – হাড়- এর জোড়া
৮) ট্রাকোলা মানব শরীরের কোন অঙ্গের রোগ ?
[A] ফুসফুস
[B] যকৃত
[C] মাড়ি
[D] স্নায়ুতন্ত্র
Answer – মাড়ি
৯) নিম্নলিখিত কোনটি কৃমি ঘঠিত রোগ ?
[A] আ্যমিবায়সিস
[B] হেপাটাইটিস
[C] জিয়ার্ডিয়াসিস
[D] আসক্যারিয়েসিস
Answer – আসক্যারিয়েসিস
১০) নিম্নলিখিত কোন গ্যাসটি লোহিত কণিকায় ভাঙ্গন ঘটায় ?
[A] ইথিলিন
[B] কার্বনমনোক্সাইড
[C] অ্যামোনিয়া
[D] ওজন
Answer – কার্বনমনোক্সাইড
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) নিম্নলিখিত কোন পদার্থটি দন্ত ক্ষয় রোধে সাহায্য করে ?
[A] ফ্লুওরাইড
[B] ক্লোরিন
[C] ব্রোমাইড
[D] ফ্লুরিড
Answer – ফ্লুওরাইড
১২) যে প্রক্রিয়ায় প্রাণীর প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয়ে প্রাণীদেহে সুষ্ঠু বিকাশ ঘটায় তাকে কি বলে ?
[A] বৃদ্ধি
[B] চলন
[C] পুষ্টি
[D] কোনটাই নয় নয়
Answer – পুষ্টি
WBPSC Food SI Practice Set 151
১৩) নিম্নলিখিত কোন যন্ত্রটি রক্ত পরিশুদ্ধ করতে ব্যবহৃত হয় ?
[A] স্টেথোস্কোপ
[B] ইউ. এস. জি মেশিন
[C] ইসিজি মেশিন
[D] ডায়ালিসিস মেশিন
Answer – ডায়ালিসিস মেশিন
১৪) মানব হৃদপিন্ডের কোন অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয় ?
[A] ডাল নিলয়
[B] ডান অলিন্দ
[C] বাম নিলয়
[D] বাম অলিন্দ
Answer – বাম ‘অলিন্দ
১৫) শরীরের রক্তের পরিমাণ হ্রাস পেলে কোথায় রক্তচাপ হ্রাস পায় ?
[A] গ্লোমেরুলাসে
[B] কলারসে
[C] রক্ত জালিকায়
[D] প্লাজমায়
Answer – রক্ত জালিকায়
সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here