WBPSC Food SI Practice Set 157 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৫৭, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 157 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৭ (WBPSC Food SI Practice Set 157)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 157

১) সেন বংশের শেষ রাজা কে ছিলেন ?

Answer – লক্ষ্মণ সেন

২) ঢাকায় অনুশীলন সমিতির নেতা কে ছিলেন ?

Answer – পুলিনবিহারী দাস

৩) BCGকোন রোগ নিরা্ময়ে ব্যবহৃত হয় ?

Answer – টিভি ও যক্ষা

৪) ভিটামিন B1এর রাসায়নিক নাম কি ?

Answer – থিয়ামিন

৫) ভারতে সাইমন কমিশন কবে নিযুক্ত হয়েছিল?

Answer – ১৯২৭ সালে

৬) ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে?

Answer – এস রাধা কৃষ্ণণ

৭) পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?

Answer – প্রফুল্ল চন্দ্র ঘোষ

WBPSC Food SI Practice Set 157

৮) ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি?

Answer – জিম করবেট

৯) আকবরের সভায় কোন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন?

Answer – তানসেন

১০) মালদ্বীপের পার্লামেন্ট কি নামে পরিচিত?

Answer – মজলিস

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) শিলা গঠিত ভূমিরূপ কে কি বলা হয় ?

Answer – হামাদা

১২) কোন হরমোন উদ্ভিদের ট্রাপিকচলন নিয়ন্ত্রণ করে?

Answer – অক্সিন

১৩) সলবাইয়ের সন্ধি কাবে স্বাক্ষরিত হয় ?

Answer – ১৭৮২ সালে

১৪) ক্যালামাইন কোন মৌলের আকরিক ?

Answer – জিঙ্ক

১৫) মহাদেশীয় পাত কোন শিলা দ্বারা গঠিত?

Answer – গ্রানাইট

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here