WBPSC Food SI Practice Set 16 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৬, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 16 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৬ (WBPSC Food SI Practice Set 16)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBPSC Food SI Practice Set 16

১) কোনটি ভারতের দীর্ঘতম সেচ খাল ?

[A] শিরহান্দ খাল

[B] ইন্দিরা গান্ধী খাল

[C] উচ্চ বাড়ি দোয়াব খাল

[D] যমুনা খাল

Answer – ইন্দিরা গান্ধী খাল

২) পূর্ব – মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

[A] জয়পুর

[B] জব্বল্পুর

[C] হাজীপুর

[D] কলকাতা

Answer – হাজীপুর

৩) নীচের কোন সুমদ্র স্রোতটি শীতল ?

[A] পেরু স্রোত

[B] নিরক্ষীয় স্রোত

[C] ক্যালিফোর্নিয়া স্রোত

[D] কুরেশিয়ো স্রোত

Answer – পেরু স্রোত

৪) হলদি ঘাটের যুদ্ধ কত সালে হয় ?

[A] ১৫৭৬

[B] ১৫৬৫

[C] ১৫৫৬

[D] ১৫৮৬

Answer – ১৫৭৬

WBPSC Food SI Practice Set 16

৫) “বিশ্ব জন সংখ্যা দিবস “ কবে পালিত হয় ?

[A] ৯ আগস্ট

[B] ৮ এপ্রিল

[C] ১১ সেপ্টেম্বর

[D] ১১ জুলাই

Answer – ১১ জুলাই

৬) রসায়ন বিদ্যার জনক কে ?

[A] এরিস্টটল

[B] জেমস ওয়াট

[C] রবার্ট বয়েল

[D] ল্যাভয়েসিয়ের

Answer – ল্যাভয়েসিয়ের  

৭) নীলনদের উৎস কি?

[A] ভিক্টোরিয়া হ্রদ

[B] আন্দিজ পর্বত

[C] লোহিত সাগর

[D] তিব্বতীয় মালভূমি

Answer – ভিক্টোরিয়া হ্রদ

৮) পঞ্চ বার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত সম্মতি কে দেন ?

[A] লোকসভা ও বিধান সভা

[B] জাতীয় উন্নয়ন পরিষদ

[C] রাষ্ট্রপতি

[D] পরিকল্পনা কমিশন

Answer – জাতীয় উন্নয়ন পরিষদ

৯) কততম সংশোধনীতে পঞ্চয়েতী রাজ ব্যবস্থা সংবিধানে  স্বীকৃতি পায়?

[A] ৭৫

[B] ৭৩

[C] ৭৪

[D] ৭২

Answer – ৭৩

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১০) সেনাবাহিনী কে কখনো সেতুতে মার্চ করতে দেওয়া হয় না। কারন কি ?

[A] পর্যায়বৃত্ত বল

[B] তীক্ষ্ণতা

[C] অনুনাদ

[D] কোনটিই নয়

Answer – অনুনাদ

১১) “ম্যালেট “শব্দ টি কোন খেলার সাথে যুক্ত ?

[A] সাঁতার

[B] পোলো

[C] রাগবি

[D] ক্রিকেট

Answer – পোলো

১২) শ্রী চৈতন্যদেব গয়ার কার কাছে দীক্ষা নেন ?

[A] কবীর 

[B] ঈশ্বরপুরী

[C] কেশব ভারতী

[D] কোনটিই নয়

Answer – ঈশ্বরপুরী

১৩) পলাশীর যুদ্ধ কবে হয় ?

[A] ২৩ এপ্রিল ১৯৫৭ সালে

[B] ২৩ জুন ১৯৫৭ সালে

[C] ২৩ মার্চ ১৯৫৭ সালে

[D] ২৩ মে ১৯৫৭ সালে

Answer – ২৩ জুন ১৯৫৭ সালে

১৪) রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন?

[A] স্টিফেনশন

[B] এডিসন 

[C] ফ্যারাডে

[D] জেমস

Answer – স্টিফেনশন

WBPSC Food SI Practice Set 16

১৫) ভারতীয় সংবিধানের মুখরচয়িতা কে ?

[A] বল্লব ভাই প্যাটেল

[B] ডঃ রাজেন্দ্র প্রসাদ

[C] ডঃ বআর আম্বেদকর

[D] জহর লাল নেহেরু

Answer – ডঃ ব.আর আম্বেদকর

নতুন চাকরির খবর – Click Here