WBPSC Food SI Practice Set 162 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৬২ (WBPSC Food SI Practice Set 162)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 162
১) SI পদ্ধতিতে লীন তাপের একক কি?
Answer – জুল / কেজি
২) মারাঠা শাসকদের প্রধানমন্ত্রীদের কি বলা হত ?
Answer – পেশোয়া
৩) তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল?
Answer – ১৫৬৫ সালে
৪) আকবর কাকে কবি প্রিয় উপাধি দিয়েছিলেন ?
Answer – বীরবল কে
৫) মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কোনটি?
Answer – তামা
WBPSC Food SI Practice Set 162
৬) ভারত কত সালে প্রথম বিশ্বকাপ জিতেছিল ?
Answer – ১৯৮৩ সালে
৭) কবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান ?
Answer – ১৯১৩ সালে
৮) অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা কে ?
Answer – শিশির কুমার ঘোষ
৯) বন্দিপুর জাতীয় উদ্যান কোথায়বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
Answer – কর্ণাটক
১০) মুত্রে গ্লুকোজ নির্গত হওয়াকে কি বলে?
Answer – গ্লাইকোসুরিয়া
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) নীলনদ কোন সাগরেনীলনদ কোন সাগরে পতিত হয়েছে ?
Answer – ভূমধ্যসাগর
১২) আমার সংগ্রামআমার সংগ্রাম গ্রন্থটি কার লেখা?
Answer – হিটলার
১৩) নদী প্রবাহ পরিমাপের একক কি?
Answer – কিউসেক
১৪) রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে কি বলা হয় ?
Answer ভলকানাইজেশন
১৫) মানব অন্তরে ই-কোলাই কোন ভিটামিন সংশ্লেষ করে ?
Answer – ভিটামিন B12
সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here