WBPSC Food SI Practice Set 17 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৭, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 17 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৭ (WBPSC Food SI Practice Set 17)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBPSC Food SI Practice Set 17

১) কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় ?

[A] ১৯৫৪

[B] ১৯৫৮

[C] ১৯৫৫

[D] ১৯৫৩

Answer – ১৯৫৪

২) কোন গমনে অক্ষম ?

[A] প্যারামিসিয়াম

[B] স্পঞ্জ

[C] হাইড্রা

[D] কোনটিই নয়

Answer – স্পঞ্জ

৩) পেনিসিলিয়াম কি ?

[A] ভাইরাস

[B] ব্যাকটেরিয়া

[C] ছত্রাক

[D] প্রোটোজোয়া

Answer – ছত্রাক

৪) রক্ত তঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে?

[A] A

[B] B

[C] D

[D] K

Answer – K

৫) শুষ্ক বরফ কাকে বলে ?

[A] ক্যালসিয়াম – অক্সাইড

[B] কার্বনডাই- অক্সাইড

[C] নাইট্রোজেন – ডাই – অক্সাইড

[D] সালফার ডাই – অক্সাইড

Answer – কার্বনডাই- অক্সাইড

WBPSC Food SI Practice Set 17

৬) ডাবলিন কোন দেশের রাজধানী ?

[A] গ্রিনল্যান্ড

[B] জার্মানি

[C] স্কটল্যান্ড

[D] আয়ারল্যান্ড

Answer – আয়ারল্যান্ড

৭) রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর এখন কে?

[A] সঞ্জয় বক্সি

[B] শক্তিকান্ত দাশ

[C] উজিবত প্যাটেল

[D] রঘুরাম রাজন

Answer – শক্তিকান্ত দাশ

৮) ইউক্রেনের রাজধানী কি ?

[A] কিয়েভ

[B] ওডেশা

[C] ইস্তানবুল

[D] পোল্টাভা

Answer – কিয়েভ

WBPSC Food SI Practice Set 17

৯) ২০২০-২১ সালের মরসুমের রঞ্জি ট্রফি জিতল কোন দল ?

[A] বিদর্ভ

[B] কেরালা

[C] সৌরাষ্ট্র

[D] কর্ণাটক

Answer – সৌরাষ্ট্র

১০) ঘুমোট কোন রাজ্যের ঐতিহ্যশালী বাদ্যযন্ত্র ?

[A] গোয়া

[B] কেরালা

[C] গুজরাট

[D] মধ্যপ্রদেশ

Answer – গোয়া

১১) স্পেনের মুদ্রার নাম কি ?

[A] ডলার

[B] দিনার

[C] ইউরো

[D] পাউন্ড

Answer – ইউরো

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১২) “বিশ্ব তথ্য সংরক্ষণ দিবস কবে পালিত হয় ?

[A] ২৭ জানুয়ারি 

[B] ২৮ জানুয়ারি 

[C] ২৯ জানুয়ারি 

[D] ৩০ জানুয়ারি 

Answer – ২৮ জানুয়ারি 

১৩) গোয়ার রাজ্য পাল এখন কে ?

[A] বেবি রানি মৌৰ্য

[B] সত্যপাল মালিক।

[C] শ্রী পি এস শ্রীধরন পিল্লাই

[D] কাপ্তান সিং সোলাঙ্কি

Answer – সত্যপাল মালিক

১৪) ২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গেলস খেতাব জিতলেন কে ?

[A] নাওমি ওসাকা

[B] পেট্রা ভিতোভা

[C] সিমোনা হালেপ

[D] সেরেনা উইলিয়ামস

Answer – নাওমি ওসাকা

১৫) বক্স টাইগার রিজার্ভ কোন জেলাই আছে ?

[A] মালদা

[B] কুচবিহার

[C] দার্জিলিং

[D] আলিপুরদুয়ার

Answer – আলিপুরদুয়ার

নতুন চাকরির খবর – Click Here