WBPSC Food SI Practice Set 35 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৩৫ (WBPSC Food SI Practice Set 35)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
১) অয়েল অফ ভিট্রিয়ল কি ?
[A] Hcl
[B] H2SO4
[C] HNO3
[D] H3PO4
Answer – H2SO4
২) পরম শূন্যর ম্যান কত ?
[A] -273°F
[B] 0°C
[C] –273°C
[D] -273K
Answer – -273°F
WBPSC Food SI Practice Set 35
৩) “ এনকেফালাইটিস রোগে মানব দেহের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়?
[A] ফুস্ফুস
[B] যকৃৎ
[C] স্তিষ্ক
[D] বৃক্কম
Answer – মস্তিষ্ক
৪) আফগানিস্থানের পার্লিয়ামেন্ট কে কি বলা হয় ?
[A] শোবা
[B] সেনেট
[C] ন্যাশনাল অ্যাসেম্বলি
[D] মজলিস
Answer – শোবা
৫) ’ব্রাক্ষ সমাজের ‘প্রতিষ্ঠাতা কে ?
[A] দয়ানন্দ স্বরস্বতী
[B] কেশব চন্দ্র সেন
[C] রামকৃষ্ণ পরমহংস
[D] রাজা রামমোহন রায়
Answer – রাজা রামমোহন রায়
৬) নিচের কোন টি উদ্ভিদ জৈব সার হিসেবে ব্যবহৃত হয়?
[A] ফিউনারিয়া
[B] ভলবক্স
[B] নষ্টক
[C] রাইসপাস
Answer – নষ্টক
WBPSC Food SI Practice Set 35
৭) মানুসের অশ্রুতে অবস্থিত ব্যাকটেরিয়া নাশক প্রোটিন টি কি ?
[A] অপসিন
[B] লাইসোজোম
[C] রেটিনিন
[D] ট্রান্সভুসিন
Answer – লাইসোজোম
৮) কবে সতন্ত্র রাজ্য নির্বাচন কমিশন গঠন করা হয় ?
[A] ৯৯২
[B] ১৯৯৬
[C] ১৯৯০
[D] ১৯৭৮১
Answer – ১৯৯২
৯) বিধান পরিষদের সদ্যস হতে হলে ন্যূনতম কত বছর হতে হয়?
[A] ১৮
[B] ২৫
[C] ৩৫
[D] ৩০
Answer – ৩০
১০) পঞ্চতন্ত্র কার রচনা ?
[A] হর্ষবর্ধন
[B] ভারবি
[C] বিষ্ণুশর্মা
[D] কালিদাস
Answer – বিষ্ণুশর্মা
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) ‘রানী রামপাল ‘কোন খেলার সঙ্গে যুক্ত ?
[A] টেনিস
[B] হকি
[C] ক্রিকেট
[D] ব্যাডমিন্টন
Answer – হকি
১২) শিশুর একটি অনাহারজনিত সমস্যা হল-
[A] উধরাময়
[B] হিমোসিডায়োসিস
[C] কোয়াশিওরকং
[D] ম্যারাসমাস
Answer – ম্যারাসমাস
১৩) সাইমন কমিশন গঠনের উদ্দেশ্য কি ছিল?
[A] জাতীয় আন্দোলনের নতুন নীতি নির্ধারণ করা
[B] ভারত শাসন আইনের পর্যালোচনা করা?
[C] রাওলাত আইনকে কার্যকর করা
Answer – ভারত শাসন আইনের পর্যালোচনা করা?
১৪) “Citizen and Socity” বইটি কে লেখেন ?
[A] হামিদ আনসারি
[B] মনমোহন সিং
[C] প্রণব মুখোপাধ্যায়
[D] সুষমা স্বরাজ
Answer – হামিদ আনসারি
WBPSC Food SI Practice Set 35
১৫) কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসে?
[A] ১৯৪৬ সালের ৫ জানুয়ারি
[B] ১৯৫৪ সালের ৯ ডিসেম্বর
[C] ১৯৩৯ সালের ১১ ডিসেম্বর
[D] ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর
Answer – ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর
নতুন চাকরির খবর – Click Here