WBPSC Food SI Practice Set 43 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৪৩ (WBPSC Food SI Practice Set 43)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 43
১) কাশ্মীরের আকবর কাকে বলা হয়?
[A] জইনুল আবেদিন
[B] রানী দিদ্দা
[C] সিকন্দর
[D] সম্রাট সংগ্রাম সিং
Answer – জইনুল আবেদিন
২) ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলন?
[A] গুলজারিলাল নন্দ
[B] ইন্দিরা গান্ধী
[C] রাজীব গান্ধী
[D] চরণ সিং
Answer – গুলজারিলাল নন্দ
৩) কে ভক্তি আন্দোলনের সূচনা করেন?
[A] রামানুজ
[B] কবির
[C] নানক
[D] রামানন্দ
Answer – রামানুজ
WBPSC Food SI Practice Set 43
৪) ভারতের দুধের বালতি বলা হয়—
[A] কেরলকে
[B] মেঘালয়কে
[C] হরিয়ানাকে
[D] পশ্চিমবঙ্গকে
Answer – হরিয়ানাকে
৫) পৃথিবীর উচ্চতম বিল্ডিং হল—
[A] বুর্জ খালিফা
[B] পেট্রোনাস টাওয়ার
[C] সিয়ারস টাওয়ার
[D] বিভাগ প্যালেস
Answer – বুর্জ খলিফা
৬) দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রা হল —
[A] কিয়াত
[B] লিরা
[C] র্যান্ড
[D] উওন
Answer – র্যান্ড
৭) লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত?
[A] ভুবনেশ্বর
[B] কোনারক
[C] পুরী
[D] গোপালপুর
Answer – ভুবনেশ্বর
৮) প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার হন?
[A] বাচেন্দ্রি পাল
[B] সন্তোষ যাদব
[C] বুলা চৌধুরী
[D] আরতি সাহা
Answer – আরতি সাহা
৯) মুঘল যুগের তাম্র মুদ্রার নাম কি ছিল?
[A] টাকা
[B] নিষ্ক
[C] মনা
[D] দাম
Answer – দাম
১০) হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত?
[A] শরোদ
[B] তবলা
[C] বাঁশি
[D] সানাই
Answer – বাঁশি
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) বোধগয়ায় মহাবোধি মন্দির কে নির্মাণ করেন?
[A] দেবপাল
[B] গোপাল
[C] ধর্মপাল
[D] অশোক
Answer – অশোক
১২) চৌহান বংশের শাসনকালে দুটি প্রধান শহর হল—
[A] মেবার এবং কোনৌজ
[B] দিল্লি এবং মেবার
[C] ইন্দ্রপ্রস্থ এবং কোনৌজ
[D] কোনোটিই নয়
Answer – দিল্লি এবং মেবার
১৩) প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমী পুরস্কার পান?
[A] অমৃতা প্রীতম
[B] মহাদেবী বর্মা
[C] ইন্দিরা গোস্বামী
[D] মহাশ্বেতা দেবী
Answer – অমৃতা প্রীতম
WBPSC Food SI Practice Set 43
১৪) প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাকটিকিটে প্রকাশ পায়?
[A] মীরাবাঈ
[B] সরোজিনী নাইড
[C] ইন্দিরা গান্ধী
[D] রানী লক্ষ্মীবাঈ
Answer – মীরাবাঈ
১৫) ব্রিটিশ সরকার দ্বারা বাংলা ভাগ হয়েছিল?
[A] 1911
[B] 1971
[C] 1910
[D] 1941
Answer – 1911
নতুন চাকরির খবর – Click Here