WBPSC Food SI Practice Set 49 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৪৯, প্রস্তুতি নিতে শুরু করুন।

WBPSC Food SI Practice Set 49 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৪৯ (WBPSC Food SI Practice Set 49)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 49

১) সুজাতা সিংহের পরিবর্তে ভারতের বিদেশ সচিব হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে?

[A] এস জয়শঙ্কর

[B] রঞ্জন মাথাই

[C] অজিত দোভাল

[D] নিরুপমা রাও

Answer – এস জয় শঙ্কর

২) পল্লবদের রাজধানী কোথায় ছিল?

[A] কাঞ্জিপুরম

[B] ভেঙ্গে

[C] মাদুরায়

[D] থাঞ্জাভুর

Answer – কাঞ্জিপুরম

৩) ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হল —

[A] গার্ডেনরিচ ওয়ার্কশপ, কলকাতা

[B] হিন্দুস্থান শিপইয়র্ড, বিশাখাপত্তনম

[C] কোচিন শিপইয়ার্ড, কচি

[D] মার্মা গাঁও ডক, মুম্বাই

Answer – কোচিং শিপইয়ার্ড, কচি

৪) নিচের কোন বিদেশি পরিকল্পনাকে অনুসরণ করে DVC পরিকল্পনা করা হয়েছিল?

[A] DDC

[B] TVA

[C] AFC

[D] কোনোটিই নয়

Answer – TVA

৫) কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ অমুক্তমাল্যদ কোন ভাষায় রচনা করেন?

[A] কন্নড়

[B] তেলেগু

[C] মালায়লম

[D] তামিল

Answer – তেলেগু

WBPSC Food SI Practice Set 49

৬) ভারতের প্রথম স্বর্ণমুদ্রা কোন শাসকরা বহুল পরিমাণে চালু করেছিলেন?

[A] গুপ্ত

[B] মৌর্য

[C] শক

[D] কুষান

Answer – কুষান

৭) সৌরজগতের বাইরে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি?

[A] সাইরাস

[B] স্বাতী

[C] লুব্ধক

[D] আলফা সেনটাউরি

Answer – আলফা সেনটাউরি

৮) নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়?

[A] ঘর্ষণজনিত বল

[B] মাধ্যাকর্ষণ বল

[C] স্থিরতড়িৎ বল

[D] স্থির চুম্বকীয় বল

Answer – ঘর্ষণজনিত বল

৯) লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা—

[A] 20

[B] 10

[C] 15

[D] 7

Answer – 15

১০) গ্রাব কিসের লার্ভা?

[A] ক্রাস্টেসিয়া

[B] পতঙ্গ

[C] বীটল

[D] স্পঞ্জ

Answer – পতঙ্গ

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) যে পেশীকে ইচ্ছামতো পরিচালনা করা যায়—

[A] অরেখ অনৈচ্ছিক

[B] সরেখ অনৈচ্ছিক

[C] অরেখ ঐচ্ছিক

[D] সরেখ ঐচ্ছিক

Answer – সরেখ ঐচ্ছিক

১২) ক্লোরোফিলে কোন ধাতু আছে?

[A] দস্তা

[B] লোহা

[C] অ্যালুমিনিয়াম

[D] ম্যাগনেসিয়াম

Answer – ম্যাগনেসিয়াম

১৩) দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগার টি হল—

[A] পূর্বা

[B] দক্ষিণ গঙ্গোত্রী

[C] জাহ্নবী

[D] মৈত্রী

Answer – দক্ষিণ গঙ্গোত্রী

১৪) ‘পৃথিবীর কফিপাত্র বলা হয় কাকে?

[A] ব্রাজিল

[B] কিউবা

[C] চিলি

[D] আর্জেন্টিনা

Answer – ব্রাজিল

১৫) সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র ছিল?

[A] হরপ্পা

[B] কালিবঙ্গান

[C] লোথাল

[D] মহেঞ্জোদারো

Answer – মহেঞ্জোদারো

নতুন চাকরির খবর – Click Here