WBPSC Food SI Practice Set 51 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৫১, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 51 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৫১ (WBPSC Food SI Practice Set 51)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 51

১) ECF কী?

[A] Economic Capital Framework

[B] Entity Concept Found

[C] Equity Cash Flow

[D] উপরের কোনোটিই নয়

Answer – Entity Concept Found

২) শোলা অরণ্য দেখা যায়—

[A] বিন্ধ্য পর্বতে

[B] পশ্চিমঘাট পর্বতে

[C] হিমালয় পর্বতে

[D] পূর্বঘাট পর্বতে

Answer – পশ্চিমঘাট পর্বতে

৩) কোন বেদ থেকে সংস্কৃত সাহিত্যের উৎপত্তি হয়েছে?

[A] ঋগবেদ

[B] অথর্ববেদ

[C] সামবেদ

[D] যজুর্বেদ

Answer – ঋগবেদ

৪) মোটর গাড়িতে দেখার জন্য ব্যবহৃত আয়নাটি কি প্রকৃতির?

[A] অবতল আয়না

[B] সমতল আয়না

[C] উত্তল আয়না

[D] কোনটাই নয়

Answer – উত্তল আয়না

WBPSC Food SI Practice Set 51

৫) শেষ মৌর্য সম্রাট হলেন—

[A] বৃহদ্রথ

[B] বিম্বিসার

[C] নন্দীবর্ধন

[D] বাসুদেব

Answer – বৃহদ্রথ

৬) বক্সারের যুদ্ধ ঘটে—

[A] ১৭৭২ খ্রিস্টাব্দে

[B] ১৭৬৪ খ্রিস্টাব্দে

[C] ১৭৬৮ খ্রিস্টাব্দে

[D] ১৭৬২ খ্রিস্টাব্দে

Answer – ১৭৬৪ খ্রিস্টাব্দে

৭) নিম্নে উল্লিখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন?

[A] লর্ড চেমসফোর্ড

[B] লর্ড মিন্টো

[C] লর্ড কার্জন

[D] লর্ড হার্ডিঞ্জ

Answer – লর্ড হার্ডিঞ্জ

৮) অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল?

[A] বার্লিন -এ

[B] টোকিও -এ

[C] সিঙ্গাপুর -এ

[D] রোম -এ

Answer – সিঙ্গাপুর -এ

৯) তুঙ্গভদ্রা প্রকল্পটি কোন দুটি রাজ্যের যৌথ প্রচেষ্টায় নির্মিত হয়েছে?

[A] অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক

[B] তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ

[C] তামিলনাড়ু এবং কর্ণাটক

[D] কেরালা এবং কর্ণাটক

Answer – অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক

১০) মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হল—

[A] 31 জোড়া

[B] 21 জোড়া

[C] 16 জোড়া

[D] 12 জোড়া

Answer – 31 জোড়া

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি GSM এর পুরো কথাটি হল—

[A] Geo Satellite for Mobile

[B] Geo Station for Mobility

[C] Global System for Mobility

[D] Global System for Mobile

Answer – Global System for Mobile

১২) হিমালয়ের সমান্তরাল শৃঙ্গ গুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কোনটি?

[A] ধুলাধর

[B] হিমাদ্রি

[C] হিমাচল

[D] শিবালিক

Answer – হিমাদ্রি

১৩) পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয়?

[A] লখনউ

[B] দিল্লী

[C] বোম্বে

[D] লাহোর

Answer – লাহোর

১৪) বাসতা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

[A] রাজস্থান

[B] গুজরাত

[C] মধ্যপ্রদেশ

[D] উত্তর প্রদেশ

Answer – গুজরাত

WBPSC Food SI Practice Set 51

১৫) সুন্দরবন রামসার সাইট কবে ঘোষিত হয়েছে?

[A] 2019

[B] 1986

[C] 2021

[D] 1971

Answer – 2019

নতুন চাকরির খবর – Click Here