WBPSC Food SI Practice Set 60 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৬০, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 60 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৬০ (WBPSC Food SI Practice Set 60)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 60

১) প্রথম কোন মহিলা দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন?

[A] দেবিকা রানী

[B] উমা দেবী

[C] নার্গিস দত্ত

[D] মমতা খাঁ

Answer – দেবিকা রানী

২) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন কোথায় হয়?

[A] এলাহাবাদ

[B] কলকাতা

[C] সুরাট

[D] মাদ্রাজ

Answer – সুরাট

৩) কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়?

[A] 15 জুন

[B] 5 জুন

[C] 22 জুন

[D] 5 জুলাই

Answer – 5 জুন

৪) ‘বন্দেমাতরম’-এর শ্রষ্ঠা কে?

[A] রামধারী সিং ধনকড়

[B] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

[C] সরোজিনী নাইডু

[D] রবীন্দ্রনাথ ঠাকুর

Answer – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

WBPSC Food SI Practice Set 60

৫) মঙ্গল পান্ডের ঘটনা কোথায় ঘটেছিল?

[A] লক্ষ্ণৌ

[B] ব্যারাকপুর

[C] আম্বালা

[D] মীরাট

Answer – ব্যারাকপুর

৬) সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন?

[A] কলকাতা

[B] টোকিও

[C] সিঙ্গাপুর

[D] রেঙ্গুন

Answer – সিঙ্গাপুর

৭) দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রা হল

[A] উওন

[B] লিরা

[C] র‍্যান্ড

[D] কিয়াত

Answer – র‍্যান্ড

৮) চৌহান বংশের শাসনকালে দুটি প্রধান শহর হল—

[A] ইন্দ্রপ্রস্থ এবং কোনৌজ

[B] মেবার এবং কোনৌজ

[C] দিল্লি এবং মেবার

[D] কোনোটিই নয়

Answer – দিল্লি এবং মেবার

৯) ভারতে কোন ধরনের বেকারত্ব দেখা যায়?

[A] মরসুমগত বেকারত্ব

[B] ছদ্ম বেকারত্ব

[C] কাঠামোগত বেকারত্ব

[D] সবকটি

Answer – সবকটি

১০) সম্প্রতি কোথায় দুটি নতুন প্রজাতির প্রজাপতি পাওয়া গেছে?

[A] পশ্চিমঘাট

[B] মিজোরাম

[C] উত্তরাখন্ড

[D] অরুণাচল প্রদেশ

Answer – অরুণাচল প্রদেশ

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার হন?

[A] বাচেন্দ্রি পাল

[B] সন্তোষ যাদব

[C] বুলা চৌধুরী

[D] আরতি সাহা

Answer – আরতি সাহা

১২) বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোন শহরে?

[A] ইসলামাবাদ

[B] জেকোবাবাদ

[C] নিউ দিল্লি

[D] আবুধাবি

Answer – জেকোবাবাদ

১৩) পৃথিবীর উচ্চতম বিল্ডিং হল—

[A] বিভাগ প্যালেস

[B] পেট্রোনাস টাওয়ার

[C] সিয়ারস টাওয়ার

[D] বুর্জ খালিফা

Answer – বুর্জ খলিফা

১৪) নিচের কোন দেশ সার্কের সদস্য নয়?

[A] নেপাল

[B] মায়ানমার

[C] আফগানিস্তান

[D] বাংলাদেশ

Answer – মায়ানমার

WBPSC Food SI Practice Set 60

১৫) ভারতীয় সংসদের তথ্যের অধিকার আইন কত সালে পাশ হয়?

[A] 2005

[B] 2001

[C] 2008

[D] 2000

Answer – 2005

নতুন চাকরির খবর – Click Here