WBPSC Food SI Practice Set 63 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৬৩ (WBPSC Food SI Practice Set 63)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
১) কোন ভিটামিনের অভাবে মানুষের স্কার্ভি হয়?
[A] ভিটামিন C
[B] ভিটামিন E
[C] ভিটামিন D
[D] ভিটামিন A
Answer- ভিটামিন C
২) কোন দেশের মাঝ বরাবর নিরক্ষরেখা গেছে?
[A] কেনিয়া
[B] ক্যামেরুন
[C] ঘানা
[D] গ্যাবন
Answer- কেনিয়া
৩) দৌড় প্রতিযোগিতার সময় দেখার জন্য কোনটি ব্যবহার করা হয়?
[A] স্টপ ওয়াচ
[B] জল ঘড়ি
[C] রিস্ট ওয়াচ
[D] দেওয়াল ঘড়ি
Answer- স্টপ ওয়াচ
WBPSC Food SI Practice Set 63
৪) বৈদিক যুগে রাজারা যে রাজস্ব আদায় করতেন, তার নাম ছিল –
[A] বিদাথা
[B] বর্মণ
[C] বলি
[D] কর
Answer- বলি
৫) শরীরের ভিতর ইউরিয়া উৎপন্ন হয়?
[A] যকৃতে
[B] মূত্রথলিতে
[C] ফুসফুসে
[D] বৃক্কে
Answer- যকৃতে
৬) পেলটন হুইল কোন শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করে?
[A] শব্দশক্তি
[B] স্থিতিশক্তি
[C] জোয়ার ভাটা শক্তি
[D] গতিশক্তি
Answer- স্থিতিশক্তি
৭) কার দ্বারা মেনিনজাইটিস ঘটে?
[A] ছত্রাক
[B] ভাইরাস মেনিন
[C] মেনিনগোকক্সাস
[D] সালমোনেল্লা
Answer- ভাইরাস মেনিন
৮) কোনটির সাথে জ্যাকবসন অঙ্গ জড়িত?
[A] গন্ধ
[B] মস্তিষ্ক
[C] তাপ
[D] স্পশ
Answer- গন্ধ
WBPSC Food SI Practice Set 63
৯) আপেলের রাজ্য কাকে বলা হয়?
[A] জম্মু ও কাশ্মীর
[B] রাজস্থান
[C] অরুণাচল প্রদেশ
[D] হিমাচল প্রদেশ
Answer- হিমাচল প্রদেশ
১০) স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় কার সূত্র?
[A] অ্যাভোগ্যাড্রোর
[B] বয়েলের
[C] চার্লসের
[D] গেলুকাসের
Answer- বয়েলের
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কী?
[A] লাডাক মালভূমি
[B] ছোটনাগপুর মালভূমি
[C] উপদ্বীপীয় মালভূমি
[D] পামীর মালভূমি
Answer- লাডাক মালভূমি
১২) স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরটিকে কি বলে?
[A] উপসুর
[B] সমমেল
[C] মূলসুর
[D] কোনটাই নয়
Answer- মূলসুর
১৩) কাকে ‘হিন্দুস্তানের তোতাপাখি’ বলা হত?
[A] আমির খসরু
[B] তানসেন
[C] বদাউনি
[D] কবির
Answer- আমির খসরু
১৪) কার রাজসভায় ‘নবরত্ন’ গুণীজন শোভা পেতেন ?
[A] কনিষ্ক
[B] দ্বিতীয় চন্দ্রগুপ্ত
[C] হর্ষবর্ধন
[D] সমুদ্র
Answer- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
WBPSC Food SI Practice Set 63
১৫) খালি বড় ঘরে শব্দ করলে শব্দ বারবার প্রতিফলন হয় একে কি বলে?
[A] অণুরণন
[B] প্রতিধ্বনি
[C] প্রতিত্ন ফলন
[D] প্রতিসরণ
Answer- অণুরণন
নতুন চাকরির খবর – Click Here