WBPSC Food SI Practice Set 66 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৬৬, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 66 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৬৬ (WBPSC Food SI Practice Set 66)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 66

১) নিচের কোনটিতে টিন্ডাল ইফেক্ট দেখা যায় না?

[A] পেনের কালি

[B] সাবানের দ্রবণ

[C] চিনির দ্রবণ

[D] টার্চের দ্রবণ

Answer – সাবানের দ্রবণ

২) আল হিলাল নামে সপ্তাহিক সংবাদপত্র কে প্রতিষ্ঠা করেন?

[A] খান আব্দুল গফফর খান

[B] আবুল কামাল আজাদ

[C] রফি আহমেদ কিদোয়াই

[D] মুহাম্মদ আলী জিন্না

Answer – আবুল কামাল আজাদ

৩) নিচের কে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিলেন?

[A] হর্ষবর্ধন

[B] বিক্রমাদিত্য

[C] কনিষ্ক

[D] সমুদ্র গুপ্ত

Answer – হর্ষবর্ধন

৪) সুপিরিয়র হ্রদ কোন দেশে আছে?

[A] ব্রাজিল

[B] কানাডা

[C] মার্কিন যুক্তরাষ্ট্র

[D] চিলি

Answer – কানাডা

WBPSC Food SI Practice Set 66

৫) ভারতে কত বছর পর পর অর্থ কমিশন গঠিত হয়?

[A] তিন বছর

[B] দু’বছর

[C] পাঁচ বছর

[D] চার বছর

Answer – পাঁচ বছর

৬) ভারতের প্রথম ব্যাংক কোনটি?

[A] প্রেসিডেন্সি ব্যাংক

[B] ট্রেটার্স ব্যাংক

[C] কোনটিই নয়

[D] ইম্পোরিয়াল ব্যাংক

Answer – প্রেসিডেন্সি ব্যাংক

৭) তরলে গ্যাসের দ্রব্য তার উপর চাপের প্রভাব সম্পর্কিত সূত্র প্রবর্তন করেন কোন বিজ্ঞানী?

[A] বয়েল

[B] এভোগার্ড্রো

[C] হেনরি

[D] চার্লস

Answer – হেনরি

৮) কে ভারতে জরুরি অবস্থা জারি করেন?

[A] সংসদ

[B] রাষ্ট্রপতি

[C] আইনমন্ত্রী

[D] প্রধানমন্ত্রী

Answer – রাষ্ট্রপতি

৯) ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমাণে তাপ বিদ্যুৎ উৎপাদিত হয়?

[A] বিহার

[B] তামিলনাডু

[C] উত্তর প্রদেশ

[D] ছত্রিশগড়

Answer – ছত্রিশগড়

১০) তামিলনাড়ু রাজ্যের উচ্চতম পর্বত শৃঙ্গ হল?

[A] ধূপগড়

[B] দোদাবেতা

[C] কদাই কোনাল

[D] মহেন্দ্র গিরি

Answer – দোদাবেতা

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) একটি শহরের মোট জনসংখ্যার ৬০% লোক বাংলা খবরের কাগজ ৫০% ইংরেজি কাগজ ও ২০% উভয় ভাষায় কাগজ পড়েন। তাহলে কত শতাংশ লোক কোন ধরনের কাগজি পরেনা?

[A] ১৪%

[B] ১২%

[C] ৮%

[D] ১০%

Answer – ১০%

১২) দুটি রেডিও ও একটি ঘড়ির মূল্য১৮৫০ টাকা। ঘড়ির দাম রেডিওর তুলনায় ৫০০ টাকা বেশি হলে রেডিওর দাম কত টাকা ?

[A] ৫০০

[B] ৯৫০

[C] ১০০০

[D] ৪৫০

Answer – ৪৫০

১৩) নারায়ণ বাবুর মোট সম্পত্তির পরিমাণ ২৬৫৪০ টাকা। তার উইলে তিনি তার স্ত্রীর জন্.৯২০০ টাকা বরাদ্দ করলেন ও অবশিষ্ট অংশ ১:২:৩ অনুপাতে তার তিন পুত্রের মধ্যে ভাগ করে দিলেন, তাহলে তার প্রথম পুত্র কি পরিমান অর্থ পাবে।

[A] ৫৭৮০

[B] ২৮৯০

[C] ৬৭২০

[D] ৮৬৭০

Answer – ২৮৯০

১৪) পরপর ১২% ও ৫%ছাড় দেওয়ার পর একটি পণ্য২০৯ টাকায় বিক্রি করা হলে পণ্যটির দাম কত?

[A] ২৫১

[B] ৩২৭

[C] ২১৫

[D] ২৫০

Answer – ২৫০

WBPSC Food SI Practice Set 66

১৫) ৬ জন পুরুষ ও ৮ জন মহিলা একটি বিশেষ সময়ের মধ্যে ৩ জন পুরুষ ও ১৩ জন মহিলারা কাজ সম্পূর্ণ করতে পারে। এ ক্ষেত্রে পুরুষ ও মহিলারা কর্মক্ষমতার অনুবাদ কত?

[A] ৩:৮

[B] ৫:৩

[C] ৫:৮

[D] ৩:৫

Answer – ৫:৩

নতুন চাকরির খবর – Click Here