WBPSC Food SI Practice Set 70 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৭০, প্রস্তুতি নিতে শুরু করুন।

WBPSC Food SI Practice Set 70 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৭০ (WBPSC Food SI Practice Set 70)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 70

১) পানিপথের প্রথম যুদ্ধ ঘটে কবে 

[A] ১৫৫৬ খ্রিস্টাব্দে

[B] ১৫২৬ খ্রিস্টাব্দে

[C] কোনোটিই নয়

[D] ১৫৭০ খ্রিস্টাব্দে

Answer – ১৫২৬ খ্রিস্টাব্দে

২) হলদিঘাটের যুদ্ধে মোগলদের প্রথম সেনাপতি কে ছিলেন?

[A] শায়েস্তা খান

[B] প্রতাপ সিংহ

[C] মীরকাসিম

[D] মানসিংহ

Answer – মানসিংহ 

৩) কে ফোরজি ভাষার রামায়ণ রচনা করেন?

[A] বদাউনী

[B] আল বিরুনী

[C] আকবর

[D] আমির খুসরু 

Answer – বদাউনী

৪) ঔরঙ্গজেবের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেন ?

[A] মোহাম্মদ শাহ

[B] আলিবর্দি খা

[C] ফারুকশিয়ার

[D] বাহাদুর শাহ

Answer – বাহাদুর শাহ

WBPSC Food SI Practice Set 70

৫)বাংলার প্রথম স্বাধীন নবাব কে ?

[A] মীরকাসিম

[B] সিরাজউদ্দৌলা

[C] মুর্শিদকুলী খাঁ

[D]। আলিবর্দি খাঁ

Answer – মুর্শিদকুলী খাঁ 

৬) কোন ইউরোপীয় ভারতে সাম্রাজ্য স্থাপনের প্রথম স্বপ্ন দেখেন?

[A] রবার্ট ক্লাইভ

[B] ফ্রান্সিস ডুপ্লে

[C] ভাস্কো-ডা-গামা

[D] কাউন্ট ডা লালী 

Answer – ফ্রান্সিস ডুপ্লে 

৭) খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল 

[A] ১৫২৭ খ্রিস্টাব্দে

[B] ১৫২৬ খ্রিস্টাব্দে

[C] ১৫৭৬ খ্রিস্টাব্দে

[D] ১৫৫৬ খ্রিস্টাব্দে

Answer -১৫২৭ খ্রিস্টাব্দে 

৮) তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে?

[A] ফিরজ তুঘলক

[B] মোহাম্মদ বিন তুঘলক

[C] গিয়াসউদ্দিন তুঘলক

[D] মালিক কাফুর

Answer – গিয়াসউদ্দিন তুঘলক 

৯) ছত্রপতি নামে কে বিখ্যাত?

[A] হর্ষবর্ধন

[B] অশোক

[C] বালাজি বাজিরাও

[D] শিবাজী

Answer – শিবাজী 

১০) কাবলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন ?

[A] আলাউদ্দিন খিলজী

[B] আকবর

[C] মোহাম্মদ বিন তুঘলক

[D] শেরশাহ

Answer – শেরশাহ 

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) কত খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেন ?

[A] ১৭৩৯ খ্রিস্টাব্দে

[B] ১৫২৬ খ্রিস্টাব্দে

[C] ১৬৫৭ খ্রিস্টাব্দে

[D] ১২১৭ খ্রিস্টাব্দে

Answer – ১৭৩৯ খ্রিস্টাব্দে 

১২) জাহাঙ্গীর কোন শিখ গুরু কে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন ?

[A] গুরু নানক

[B] তেক বাহাদুর

[C] গুরু গোবিন্দ সিং

[D] গুরু অর্জুন

Answer – গুরু অর্জুন 

১৩) ইবনবতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতে এসেছিলেন ?

[A] মোহাম্মদ বিন তুঘলক

[B] শেরশাহ

[C] আলাউদ্দিন খলজী

[D] জাহাঙ্গীর

Answer – জাহাঙ্গীর 

WBPSC Food SI Practice Set 70

১৪) ‘সত্যমেব জয়তে’ কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

[A] মুন্ডক উপনিষদ

[B] ঋগবেদ 

[C] ভগবৎ গীতা

[D] সামবেদ

Answer – মুন্ডক উপনিষদ

১৫) দ্বিতীয় পানিপথের যুদ্ধে আফগান সেনাবাহিনীকে কে নেতৃত্ব দিয়েছিলেন ?

[A] শেরশাহ

[B] হিমু

[C] নাদির শাহ

[D] বৈরাম খাঁ

Answer – হিমু

নতুন চাকরির খবর – Click Here