WBPSC Food SI Practice Set 74 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি। তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৭৪ (WBPSC Food SI Practice Set 74)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 74
১) লোকসভায় কোন অর্থবিল পাস হয়ে যাওয়ার পর রাজ্যসভা বিলটি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ সর্বাধিক কতগুলি বিলম্ব করতে পারে?
[A] ১৪ দিন
[B] ১০ দিন
[C] ৬০ দিন
[D] ৩০ দিন
Answer – ১৪ দিন
২) বিধানসভায় অর্থবিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি অবশ্যক?
[A] মুখ্যমন্ত্রী
[B] বিধানসভার স্পিকার
[C] রাজ্যপাল
[D] রাজ্যের অর্থমন্ত্রী
Answer – রাজ্যপাল
৩) অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও__ জন সদস্য নিয়ে?
[A] ৫
[B] ৪
[C] ৭
[D] ৬
Answer – ৪
৪) অর্থ কমিশনের সুপারিশ মানা-
[A] রাষ্ট্রপতির কাছে বাধ্যতামূলক নয়
[B] রাষ্ট্রপতির কাছে বাধ্যতামূলক
[C] কোনোটিই নয়
[D] প্রথা হিসেবে পালনীয়
Answer – প্রথা হিসেবে পালনীয়
WBPSC Food SI Practice Set 74
৫) অর্থ কমিশনের সভাপতিকে নিয়োগ করেন-
[A] প্রধানমন্ত্রী
[B] রাষ্ট্রপতি
[C] উপরাষ্ট্রপতি
[D] প্রধান বিচারপতি
Answer – রাষ্ট্রপতি
৬) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে?
[A] ২৮০
[B] ২৭৫
[C] ৩২৪
[D] ২৮২
Answer – ২৮০
৭) অর্থ কমিশন গঠিত হয় প্রতি___ বছর অন্তর
[A] ৩ জন
[B] ২
[C] ৫
[D] ৪
Answer – ৫
৮) কত বছর বয়স পর্যন্ত হাইকোর্টের বিচারপতিরা স্বপদে বহাল থাকেন?
[A] ৬২ বছর
[B] ৫৮ বছর
[C] ৭০ বছর
[D] ৬৫ বছর
Answer – ৬২ বছর
৯) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ছাড়াও আর কতজন বিচারপতি থাকতে পারে?
[A] ৯জন
[B] ৭জন
[C] ৩১জন
[D] ৩০জন
Answer – ৩০ জন
১০) রাজ্যের প্রধান বিচারালয়ের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন?
[A] রাজ্যের মুখ্যমন্ত্রী
[B] রাজ্যের রাজ্যপাল
[C] সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
[D] ভারতের রাষ্ট্রপতি
Answer – ভারতের রাষ্ট্রপতি
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) আমাদের সংসদীয় শাসনব্যবস্থার ভিত্তি কি?
[A] অনুপাতিক প্রতিনিধিত্ব
[B] পুরুষদের ভোটাধিকার
[C] সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার
[D] পুরুষ মহিলা ও শিশুদের ভোট অধিকার
Answer – সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার
WBPSC Food SI Practice Set 74
১২) সর্বাধিক কত শ্রমের মধ্যে সংসদের অধিবেশন নাও বুঝতে পারে?
[A] ২ মাস
[B] ১ বছর
[C] ৬ মাস
[D] ৩ মাস
Answer – ৬ মাস
১৩) ভারতের সংবিধান Residuary power ন্যস্ত করেছে-
[A] কেন্দ্রীয় আইনসভার ওপর
[B] রাজ্যসভার ওপর
[C] কোনোটিই নয়
[D] রাজ্য ও কেন্দ্রীয় আইনসভার ওপর যুগ্মভাবে
Answer – কেন্দ্রীয় আইনসভার ওপর
১৪ পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি ওই কক্ষের সদস্য নন?
[A] রাজ্যসভা
[B] লোকসভা
[C] বিধান পরিষদ
[D] বিধানসভা
Answer – রাজ্যসভা
১৫) নিম্নলিখিত কোন অধিকারী পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যেকোন কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন?
[A] সলিসিটার জেনারেল
[B] উপরাষ্ট্রপতি
[C] সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
[D] এটর্নি জেনারেল
Answer – এটর্নি জেনারেল
নতুন চাকরির খবর – Click Here