WBPSC Food SI Practice Set 76 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৭৬, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 76 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি। তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set 76)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 76

১) ভারতের কোন প্রধানমন্ত্রী একদিনও পার্লামেন্টে যোগদান করেননি?

[A] শ্রী আই কে গুজরাল

[B] শ্রীচরন সিং

[C] শ্রী রাজীব গান্ধী

[D] শ্রী মোরারজী দেসাই

Answer – শ্রীচরন সিং

২) রাজস্থান বিধানসভার মোট আসন সংখ্যা কত?

[A] 210 টি

[B] ১০০ টি

[C] ২০০ টি

[D] ২১৫ টি

Answer – ২০০ টি

৩) সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হতে হয়?

[A] বিধান পরিষদে

[B] শুধুমাত্র লোকসভায়

[C] পার্লামেন্টের উভয় কক্ষে

[D] শুধুমাত্র রাজ্যসভায়

Answer – পার্লামেন্টের উভয় কক্ষে

WBPSC Food SI Practice Set 76

৪) নবম লোকসভা নির্বাচন হয়েছিল কত সালে?

[A] ১৯৯৫ সালে

[B] ১৯৮৯ সালে

[C] ১৯৮৫ সালে

[D] ১৯৭৫ সালে

Answer – ১৯৮৯ সালে

৫) ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের মধ্যে কোন অধিকার টি প্রথমে ব্যবহৃত হয়েছে?

[A] স্বাধীনতার অধিকার

[B] ধর্মীয় স্বাধীনতার অধিকার

[C] কোনোটিই নয়

[D] সাম্যের অধিকার

Answer – সাম্যের অধিকার

৬) সপ্তম বেতন কমিশনের সুপারিশ কবে থেকে কার্যকর হয়?

[A] জানুয়ারি ২০১৪

[B] জানুয়ারি ২০১৮

[C] জানুয়ারি ২০১৭

[D] জানুয়ারি ২০১৬

Answer – জানুয়ারি ২০১৬

৭) নিচের কত নং ধারার মৌলিক অধিকার গুলি নাগরিক ও বিদেশী উভয় ভোগ করতে পারে?

[A] ১৪

[B] ১৯

[C] ১৬

[D] ১৭

Answer – ১৪

৮) ভারতের কোন রাজ্যে ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি? 

[A] উত্তর প্রদেশ

[B] রাজস্থান

[C] মধ্যপ্রদেশ

[D] অন্ধপ্রদেশ

Answer – উত্তর প্রদেশ

৯) একজন নাগরিক ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার জন্য আবেদন করতে পারেন কোথায়?

[A] কেবলমাত্র সুপ্রিমকোর্টে

[B] সংসদে

[C] রাষ্ট্রপতির কাছে

[D] সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে

Answer – সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে

WBPSC Food SI Practice Set 76

১০) কোন সংবিধান সংশোধনীর সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ গিয়েছিল?

[A] ৪৩ তম সংবিধানে

[B] ৪৫ তম সংবিধানে

[C] ৪৪তম সংবিধানে

[D] ৪২ তম সংবিধানে

Answer – ৪৪ তম সংবিধানে

১১) গণপরিষদের সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন?

[A] কে এম মুন্সি

[B] ডঃ বি আর আহমেদকর

[C] ডঃ রাজেন্দ্র প্রসাদ

[D] মহাত্মা গান্ধী

Answer – ডঃ রাজেন্দ্র প্রসাদ

WBPSC Food SI Practice Set 76

১২) জমি অধিগ্রহণ আইন ২০১৩ অনুসারে বেসরকারি প্রকল্পের ক্ষেত্রে ন্যূনতম কত শতাংশ জমির মালিকদের সম্মতি দরকার?

[A] ৫০ শতাংশ

[B] ৪০ শতাংশ

[C] ৯০ শতাংশ

[D] ৮০ শতাংশ

Answer – ৮০ শতাংশ

১৩) ভারতের এক নাগরিকত্বের নীতিটি কোনটির বিরোধিতা করে?

[A] বিচার ব্যবস্থা

[B] যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা

[C] মৌলিক অধিকারের

[D] সংসদীয় গণতন্ত্রের

Answer – যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা

১৪) কোন দেশের সংবিধানকে আইনজীবীদের বলা হয়?

[A] আমেরিকা

[B] ভারত

[C] কানাডা

[D] ব্রিটেন

Answer – ভারত

১৫) কে বলেছিলেন গ্রামরাজ্য পথেই রামরাজ্য আসবে?

[A] বিনোভা ভাবে

[B] মহাত্মা গান্ধী

[C] জহরলাল নেহেরু

[D] জয়প্রকাশ নারায়ণ

Answer – মহাত্মা গান্ধী

নতুন চাকরির খবর – Click Here