WBPSC Food SI Practice Set 79 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৭৯, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 79 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি। তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৭৯ (WBPSC Food SI Practice Set 79)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 79

১) রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া স্থাপনা কে করেছিলেন?

[A] ডঃ বি আর আম্বেদকর 

[B] মুলজি বৈশয

[C] শ্রীপদ ডাঙ্গে

[D] নম্বুদ্রিপাদ 

Answer – ডঃ বি আর আম্বেদকর 

২) নিচের কোন মৌলিক অধিকারটি কে বাতিল করা হয়েছে? 

[A] সম্পত্তির অধিকার

[B] স্বাধীনতার অধিকার

[C] সাম্যের অধিকার

[D] ধর্মীয় স্বাধীনতার অধিকার

Answer – সম্পত্তির অধিকার

৩) রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন?

[A] উপরাষ্ট্রপতি

[B] প্রধানমন্ত্রী

[C] লোকসভার স্পিকার

[D] রাষ্ট্রপতি

Answer – উপরাষ্ট্রপতি

WBPSC Food SI Practice Set 79

৪) প্রথম মহিলা বিচারপতির নিয়োগের গৌরব কোন হাইকোর্টের?

[A] গৌহাটি হাইকোর্ট

[B] হিমাচল প্রদেশ হাইকোর্ট

[C] দিল্লি হাইকোর্ট

[D] এলাহাবাদ হাইকোর্ট

Answer – হিমাচল প্রদেশ হাইকোর্ট

৫) সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষিত করতে সংবিধানের কোন ধারাটি প্রয়োজনীয়?

[A] ১৯ নং ধারা

[B] ২৯ নং ধারা

[C] ৩২ নং ধারা

[D] ১৪ নং ধারা

Answer – ২৯ নং ধারা

৬) রাষ্ট্রপতি দেশে আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন সংবিধানের কোন ধারা অনুসারে?

[A] ৩৫৬ নং ধারা

[B] ৩৫২ নং ধারা

[C] ৩৬৪ নং ধারা

[D] ৩৬০ নং ধারা

Answer – ৩৬০ নং ধারা

WBPSC Food SI Practice Set 79

৭) বিচারব্যবস্থাকে প্রশাসনের থেকে আলাদা করার কথা বলা হয়েছে সংবিধানের কোন অংশে?

[A] প্রস্তাবনা

[B] সপ্তম তপশিল 

[C] নির্দেশমূলক নীতি

[D] মৌলিক অধিকার

Answer – নির্দেশমূলক নীতি

৮) ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া হয়েছে?

[A] অস্ট্রেলিয়া

[B] ইংল্যান্ড

[C] আয়ারল্যান্ড

[D] আমেরিকা

Answer – আয়ারল্যান্ড

৯) ভারতে ভোটার তালিকা তৈরির দায়িত্ব কোন সংস্থার?

[A] সংসদ

[B] নির্বাচন কমিশনার

[C] রিটার্নিং অফিসার

[D] স্থানীয় প্রশাসন

Answer – নির্বাচন কমিশনার

১০) ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যগুলিকে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে?

[A] ধারা ৪০

[B] ধারা ৩২

[C] ধারা ৩৭

[D] ধারা ৫১

Answer – ধারা ৪০

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন কে?

[A] জয়ন্তী পটনিক

[B] মমতা শর্মা

[C] রেখা শর্মা

[D] সুষমা স্বরাজ

Answer – রেখা শর্মা

১২) কম্পট্রলার ও অডিটর জেনারেলের নিযুক্ত করেন কে?

[A] অর্থমন্ত্রী

[B] লোকসভা

[C] রাষ্ট্রপতি

[D] প্রধানমন্ত্রী

Answer – রাষ্ট্রপতি

১৩) সংসদ নন এমন কার অধিকার রয়েছে সংসদকে সম্মোধিত করার? 

[A] অ্যাটর্নি জেনারেল

[B] প্রধান বিচারপতি

[C] মুখ্য নির্বাচন কমিশনার

[D] সলিসিটর জেনারেল

Answer – অ্যাটর্নি জেনারেল

১৪) নিম্নলিখিত কোন পদটির নিযুক্তি ভারতের রাষ্ট্রপতি করেন?

[A] ব্লক ডেভেলপমেন্ট অফিসার

[B] মুখ্যমন্ত্রী

[C] প্রধানমন্ত্রী 

[D] বিধানসভার স্পিকার

Answer – প্রধানমন্ত্রী 

১৫) নিম্নলিখিত কোন অধিকারটি মৌলিক অধিকার নয়?

[A] স্বাধীনতার অধিকার

[B] সম্পত্তির অধিকার

[C] শোষণের বিরুদ্ধে অধিকার

[D] সাম্যের অধিকার

Answer – সম্পত্তির অধিকার

নতুন চাকরির খবর – Click Here