WBPSC Food SI Practice Set 82 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৮২, বাছাই করা ১৫টি প্রশ্ন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 82 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি। তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৮২ (WBPSC Food SI Practice Set 82)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 82

১) বিখ্যাত অজন্তার গুহাচিত্রের শিল্পে নিচের কোন গল্প কাহিনীর পরিচয় পাওয়া যায়? 

[A] রামায়ন

[B] পঞ্চতন্ত্র

[C] জাতক

[D] মহাভারত

Answer – জাতক

২) মৌর্য পরবর্তী যুগে মধ্য ভারত ও দক্ষিণাত্যে কাদের রাজত্ব সবচেয়ে উল্লেখযোগ্য?

[A] চালুক্য

[B] চোল  

[C]পল্লব

[D] সাতবাহন

Answer – সাতবাহন 

৩) চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন?

[A] দ্বিতীয় চন্দ্রগুপ্ত

[B] চন্দ্রগুপ্ত মৌর্য

[C] অশোক

[D] হর্ষবর্ধন

Answer – দ্বিতীয় চন্দ্রগুপ্ত 

৪) চুল এবং পল্লব উভয়দেরই রাজধানীর নিচে কোনটি ছিল?

[A] কান্দলা

[B] কাঞ্চীপুরম

[C] কনৌজ

[D] কোট্টায়ম

Answer – কাঞ্চীপুরম 

WBPSC Food SI Practice Set 82

৫) সম্রাট অশোক কার পুত্র ছিলেন?

[A] অজাতশত্র

[B] চন্দ্রগুপ্ত

[C] বিম্বিসার

[D] বিন্দুসার

Answer – বিন্দুসার

৬) সম্রাট অশোকের শাসক ব্যবস্থায় ‘রাজুক’ শ্রেণী নিজের কোন বিভাগের দায়িত্বে ছিলেন?

[A] সৈন্য পরিচালনা

[B] ধর্ম সংক্রান্ত বিষয়

[C] বিচার ব্যবস্থা

[D] রাজস্ব আদায় 

Answer – বিচার ব্যবস্থা 

৭) নিচের ধর্ম সংস্কারকদের মধ্যে কে সপ্তম শতকে বৈদিক ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করতেন? 

[A]শংকরাচার্য

[B] কুমারিল ভট্ট

[C] মাধবাচার্য

[D] রামানুজ

Answer – কুমারিল ভট্ট

৮) পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে?

[A] মহিপাল

[B] ধর্মপাল

[C] দেবপাল

[D] গোপাল

Answer – গোপাল

৯) পাল যুগে রচিত রামচরিতের রচয়িতা কে?

[A] সন্ধ্যাকর নন্দী

[B] শ্রীধর ভট্ট

[C] কৃত্তিবাস

[D] বিগ্রহ পাল

Answer – সন্ধ্যাকর নন্দী

১০) কে ১১ শতকে ভক্তিবাদ প্রচারে বিশেষ ভূমিকা গ্রহণ করেন?

[A] রামানুজ

[B] বল্লাল সেন

[C] মাধবাচার্য 

[D] শঙ্করাচার্য

Answer – রামানুজ 

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) দান সাগর ধর্মগ্রন্থের রচয়িতা কে?

[A] লক্ষণ সেন

[B] বল্লাল সেন

[C] শ্রীধর ভট্ট

[D] জয়দেব

Answer – বল্লাল সেন 

১২) ভারতীয় ইতিহাসে কোন যুগকে সংস্কৃত সাহিত্যের পক্ষে সুবর্ণ যুগ বলা যেতে পারে?

[A] গুপ্ত যুগ

[B] সেন বংশের শাসনকাল

[C] পাল বংশের শাসনকাল

[D] মৌর্য যুগ

Answer – গুপ্ত যুগ 

১৩) সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাদের বলা হয়?

[A] বিজয় সেন 

[B]লক্ষণ সেন

[C] সামন্ত সেন

[D] বল্লাল সেন

Answer – বল্লাল সেন 

WBPSC Food SI Practice Set 82

১৪) পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে?

[A] ধর্ম পাল

[B] দেব পাল

[C] মহিপাল

[D] গোপাল

Answer – ধর্মপাল 

১৫) কোন রাজবংশের বিখ্যাত রাজার নাম জয়পাল?

[A] সেন বংশ

[B] পাল বংশ

[C] শাহী বংশ

[D] মৌর্য বংশ

Answer – শাহী বংশ

নতুন চাকরির খবর – Click Here