ICDS & Helper Practice Set 06 – অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ০৬, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ICDS & Helper Practice Set 06 – বছরের শুরু থেকে প্রায় অনেক গুলোই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। আর এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে প্রস্তুতি নিতে শুরু করা হয়ে গেছে অনেকেরই। তবে অধিকাংশই দেখা গেছে দিনে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ঠিক মতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে ওঠেনি। তাই তাদের সুবিধার্থে আমরা (ICDS & Helper Practice Set 06) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি তৈরি করা হয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ০৬ – (ICDS & Helper Practice Set 06)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

ICDS & Helper Practice Set 06

১) রকেটে কী ধরনের জ্বালানী ব্যবহৃত হয় ?

[A] পেট্রোল

[B] ডিজেল

[C] তরল হাইড্রোজেন

[D] কোণটিই সঠিক নয় 

Answer – তরল হাইড্রোজেন

২) ভারতের বৃহত্তম পশুমেলা আয়োজিত হয় ?

[A] দ্বারভাঙ্গা

[B] হাজিপুর

[C] শোনপুর

[D] সমস্তিপুর

Answer – শোনপুর

৩) সূর্য কোণ পদ্ধতিতে শক্তি অর্জন করে ?

[A] ফিউশন

[B] ফিশণ

[C] বিকিরণ

[D] বিস্ফোরণ

Answer – ফিউশন

৪) নীচের কোণটি ধাতু নয় ? 

[A] জিঙ্ক

[B] ফসফরাস

[C] মার্কারি

[D] টাংস্টেন

Answer – ফসফরাস

৫)  পশ্চিমবঙ্গের কল্যাণেশ্বরী মন্দির ___ এ অবস্থিত ?

[A] মুর্শিদাবাদ

[B] বিষ্ণুপুর

[C] ঝাড়গ্রাম

[D] মাইথন

Answer – মাইথন

ICDS & Helper Practice Set 06

৬) সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি হলেন?

[A] মীরা সাহিব  ফাতিমা  বিবি

[B] অমৃতা কৌর 

[C] সুজাতা মনোহর

[D] সরোজিনী নাইডূ

Answer – মীরা সাহিব ফাতিমা বিবি

৭) তড়িৎশক্তির একক কী ?

[A] ওয়াট

[B] ওয়াট / ঘণ্টা

[C] অ্যাম্পিয়ার

[D] ভোল্ট

Answer – ওয়াট / ঘণ্টা

৮) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অবধি ছিল ?

[A] ১৯৫১-১৯৫৬

[B] ১৯৪৭-১৯৫২

[C] ১৯৪৯-১৯৫৪

[D] ১৯৫৬-১৯৬১

Answer – ১৯৫১-১৯৫৬

৯) ভারতীয় বায়ু সেনার সর্বাধিক কমিশনড Rank হল –

[A] অ্যাডমিরাল

[B] ব্রিগেডিয়ার

[C] এয়ার কমান্ডার

[D] এয়ার চিফ মার্শাল

Answer – এয়ার  চিফ মার্শাল

১০) এক ফ্যাদাম = কত ?

[A] ৬ মিটার

[B] ৬ ফুট

[C] ১০০ সেমি

[D] ৬০ ফুট

Answer – ৬ ফুট

১১) পিসার হেলানো মিনার কোথায় অবস্থিত ?

[A] ইতালি

[B] ইংল্যান্ড

[C] ইজিপ্ট

[D] ফ্রান্স

Answer – ইতালি

ICDS & Helper Practice Set 06

১২) কোণ যন্ত্রের সাহায্যে রক্ত চাপ মাপা হয় ?

[A] থার্মোমিটার

[B] হাইড্রোমিটার

[C] ব্যারোমিটার

[D] স্ফিগমোম্যানোমিটার 

Answer – স্ফিগমোম্যানোমিটার 

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১৩) বজ্রপাতের সময় আগে আলো দেখা যায় । কিন্তু শব্দ পরে শোনা যায় কারন –

[A] শব্দের বেগ কম

[B] আলোর বেগ কম

[C] দুটোর বেগ সমান

[D] কোণটিই সঠিক নয় 

Answer – শব্দের বেগ কম

১৪) কে ডিনামাইট আবিষ্কার করেন ?

[A] মাদাম কুরি

[B] আইনস্টাইন

[C] কোপার্নিকাস

[D] আলফ্রেড নোবেল

Answer – আলফ্রেড নোবেল

১৫) বিখ্যাত স্থান “হাইড পার্ক “কোথায় অবস্থিত ?

[A] দিল্লি

[B] লন্ডন

[C] মস্কো

[D] নিউইয়র্ক

Answer – লন্ডন

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০১, আজ থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন