WBPSC Food SI Practice Set 09 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০৯ (WBPSC Food SI Practice Set 09)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০১, আজ থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন
১) ভারতে পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়েছিল ?
ক) ১৯৩৯ সালে
খ) ১৯৪৯ সালে
গ) ১৯৫৯ সালে
ঘ) ১৯৬৯ সালে
Answer – ১৯৫৯ সালে
২) ভারতের প্রথম মহিলা তবলা শিল্পী কে ?
ক) অনুরাধা পাল
খ) রূপরেখা ব্যানার্জী
গ) শিল্পী সিং প্যাটেল
ঘ) অনুষ্কা শঙ্কর
Answer – অনুরাধা পাল
WBPSC Food SI Practice Set 09
৩) নীচের কোনটি ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণী ?
ক) লেমুর
খ) একিডনা
গ) টেরোপাস
ঘ) টালপা
Answer – একিডনা
৪) স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন ?
ক) লালা লাজপত রায়
খ) বিপিনচন্দ্র পাল
গ) বাল গঙ্গাধর তিলক
ঘ) এঁদের কেউই নন
Answer – বাল গঙ্গাধর তিলক
৫) দীপিকা পাডুকন অভিনীত ছাপ্পাক সিনেমার পরিচালক কে ?
ক) ওম রাউত
খ) সঞ্জয় লীলা বনশালী
গ) করণ জোহর
ঘ) মেঘনা গুলজার
Answer – মেঘনা গুলজার
নতুন চাকরির খবর – রাজ্যে যোগা ইন্সট্রাক্টর কর্মী নিয়োগ, পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন যোগ্য
৬) কোন ভাষায় বাবর-নামা লেখা হয়েছিল ?
ক) তুর্কি
খ) আফগানি
গ) আরবি
ঘ) কোনটিই নয়
Answer – তুর্কি
৭) আধুনিক পর্যায় সারণিতে ধাতুগুলিকে কোন পর্যায়ে রাখা হয়নি ?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
Answer – প্রথম
WBPSC Food SI Practice Set 09
৮) প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী মৌল কোনটি ?
ক) সিজিয়াম
খ) থোরিয়াম
গ) ইউরেনিয়াম
ঘ) লেড
Answer – ইউরেনিয়াম
৯) League of Nation এর প্রতিষ্ঠা কবে হয়েছিল ?
ক) ১৯৪০ সালে
খ) ১৯২০ সালে
গ) ১৯৩০ সালে
ঘ) ১৯৫০ সালে
Answer – ১৯২০ সালে
১০) চা এবং কফিতে কোন উত্তেজক রাসায়নিক পদার্থ পাওয়া যায় ?
ক) ক্লোরোফিল
খ) নিকোটিন
গ) ক্যাফিন
ঘ) অ্যাসপিরিন
Answer – ক্যাফিন
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) ডোনাল্ড ট্রাম্প কত তম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ?
ক) ৪৪তম
খ) ৪৬তম
গ) ৪৫তম
ঘ) ৪৭তম
Answer – ৪৫তম
১২) নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না?
ক) পশ্চিমবঙ্গ
খ) অন্ধ্রপ্রদেশ
গ) ওড়িশা
ঘ) আসাম
Answer – পশ্চিমবঙ্গ
১৩) রাজ্যসভার চেয়ারম্যান হলেন—
ক) ভারতের উপ-রাষ্ট্রপতি
খ) রাষ্ট্রপরি মনোনীত সদস্য
গ) বিরোধী দলের নেতা
ঘ) উপ-রাষ্ট্রপতি
Answer – ভারতের উপ-রাষ্ট্রপতি
WBPSC Food SI Practice Set 09
১৪) কোন রাষ্ট্রের রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা নেই?
ক) ফ্রান্স
খ) ইউনাইটেড কিংডম
গ) কানাডা
ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
Answer – কানাডা
১৫) নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না?
ক) পশ্চিমবঙ্গ
খ) অন্ধ্রপ্রদেশ
গ) আসাম
ঘ) ওড়িশা
Answer – পশ্চিমবঙ্গ