WBP Jail Police Job Details – মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে সুখের চাকরি চান? তাহলে তাদের জন্য জেল পুলিশের চাকরিটি একেবারে অনবদ্য। জেল পুলিশের চাকরির জন্য কি কাজ করতে হয়, কতক্ষণ ডিউটি, ট্রেনিং কতদিন ধরে চলে এবং কোথায় কোথায় ট্রেনিং হয়, এই বিষয়গুলি অনেকেই জানেন না। আজকের প্রতিবেদনেই জেনে নিন জেল পুলিশ সম্পর্কে বিস্তারিত।
জেল পুলিশের শিক্ষাগত যোগ্যতা
রাজ্য কিংবা কেন্দ্র সরকারের স্বীকৃত প্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাস করলেই রেল পুলিশের চাকরিতে আবেদন করতে পারবেন।
RPF কনস্টেবল হতে চান? RPF এর মাসিক বেতন? সবটাই জানুন এই প্রতিবেদনে
জেল পুলিশের মাসিক বেতন (WBP Jail Police Job Details)
প্রতিমাসে ২২ হাজার ৭০০/- টাকা করে বেসিক বেতন দেওয়া হয় জেল পুলিশদের। পাশাপাশি হোম রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, রেশন এলাউন্স পেয়ে থাকেন তারা। বলে রাখি,WBP কনস্টেবলের চাকরির ক্ষেত্রে অতিরিক্ত দুই মাসের যে বেতন দেওয়া হয় তা জেল পুলিশরা পান না।
জেল পুলিশের ডিউটির সময়সীমা
মূলত তিনটি শিফটে ডিউটি করতে হয় রেল পুলিশদের। সব মিলিয়ে সারাদিনে আট ঘন্টা ডিউটি (WBP Jail Police Job Details) করতে হয় জেল পুলিশদের। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য।
সকালের শিফট – সকাল ৬.০০ টা থেকে দুপুর ২.০০ টো পর্যন্ত।
সন্ধ্যার শিফট – দুপুর ২.০০ টো থেকে রাত্রি ১০.০০ টা পর্যন্ত।
রাত্রির শিফট – রাত ১০.০০ টা থেকে সকাল ৬.০০ টা পর্যন্ত।
জেল পুলিশের কাজ বা ডিউটি (WBP Jail Police Job Details)
জেল পুলিশের বেশ কিছু কাজ থাকে সেগুলি হলো – জেলের আসামীদের ওপর নজরদারি করা। আসামীকে জেল থেকে কোর্টে নিয়ে যাওয়া। আসামীর মেডিকেল টেস্ট করানো। জেলের মধ্যে যাতে কোন আসামী বিশৃঙ্খলা সৃষ্টি না করে সেদিকে লক্ষ্য রাখা। জেলের মধ্যে অসুস্থ আসামীর যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা বা হাসপাতালে নিয়ে যাওয়া। জেলে পুরুষ জেল-পুলিশ দের নিয়োগ করা হয় পুরুষ আসামিদের সেকশনে। মহিলা পুলিশদের নিয়োগ করা হয় মহিলা আসামীদের সেকশনে।
জেল পুলিশের ছুটি
সারাদিনের আধঘন্টা ডিউটি করার পর বাকি সময়টা কোন কাজ করতে হয় না জেল পুলিশকে। ইমারজেন্সি না হলে আট ঘন্টা ডিউটির পর আর কোন ডিউটি থাকে না। এছাড়াও একটানা পাঁচ দিন ডিউটি করার পর একদিন ছুটি পান জেল পুলিশ।
জেল পুলিশের ট্রেনিং
পশ্চিমবঙ্গের যে কোন জেলার (WBP Jail Police Job Details) জেলে নির্দিষ্ট সেকশনে এক থেকে দুই মাসের জন্য ট্রেনিং দেওয়া হয় জেল পুলিশদের।
জেল পুলিশের ট্রেনিংয়ের স্থান
পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে যেমন বারুইপুর, নর্থ দমদম, ব্যারাকপুর সহ প্রভৃতি জায়গায় জেল পুলিশের ট্রেনিং হয়।
জেল পুলিশের পোস্টিং
ট্রেনিং শেষ হওয়ার পর প্রথমে অন্য জেলায় পোস্টিং দেওয়া হয় জেল পুলিশদের। ৫ থেকে ৬ বছর কাজ করার পর নিজের জেলাতে পোস্টিং দেওয়া হয়।
জেল পুলিশের প্রমোশন
WBP কনস্টেবলের চাকরির মতোই পাঁচ বছর ধরে জেল পুলিশের চাকরি করার পর প্রমোশনের জন্য আবেদন করা যায়।